সে কথা রাখেনি;
ভোর পেরিয়ে সকাল এলো
এলো ডাক পিয়নের কল,
আমার ঠিকানায় তার চিঠি
অশ্রু টলমল।
আমার নামে তার চিঠি
চিন্তায় পরে গেলাম,
ফোনের যুগে চিঠি পাঠালো
বেশতো অবাক হলাম৷!
বাড়ি ছেড়ে শহর গেছে
আয় করতে টাকা,
না নিয়েছে খোঁজ খবর
ঢাকাতে সে দিল গা-ঢাকা।
শত চিন্তা মাথায় এলো
চিঠি আনতে গেলাম,
বিষাদ ভরা এ-চিঠি খানি
দু'জনেই বিচ্ছেদ হলাম।
সে কথা রাখেনি;
নিজ স্বার্থ আর পরিবারের কথায়
আমায় দিয়েছে তালাক,
দু-মাসের অন্তঃসত্তা ছিলাম
নিজেকে ভেবেছিল খুব চালাক।
কথা ছিল থাকবে পাশে
ইহকাল, পরকাল আর জান্নাত,
অশ্রুসিক্ত নয়নে আমি
মোনাজাতে তুলি হাত।
তবু সে ভালো থাক;
আল্লাহ তার বিচার করুক,
এভাবে যেন সেও একদিন
নিজ অচিরেই ঠকে যাক।
আফরিনা সুলতানা ঈশিতা
নবাবগঞ্জ, ঢাকা৷
২ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
২০ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
২০ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৫ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৩৭ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে