স্বাধীনতা তুমি শুধুই কি আশা
স্বপ্ন পুরীর দেশ
স্বাধীনতা তুমি শুনতে কি পাও
অসহায়তার ক্লেষ?
স্বাধীনতা তুমি মুক্তির দিশা
কাগজেই লেখা থাকো
স্বাধীনতা তুমি একবার এসে
মুক্ত ললাট আঁকো।
স্বাধীনতা তুমি চিরকাল জুড়ে
থেকেছো মানব বক্ষে
স্বাধীনতা তুমি দেখো একবার
প্রেম বিজড়িত চোক্ষে।
স্বাধীনতা তুমি নির্দয়তার
নির্মোক ভেঙে দাও
স্বাধীনতা তুমি হাহাকার মোছো
শান্তির গান গাও।
স্বাধীনতা তুমি শুধু একবার হলে
স্বাধীন পথের যাত্রী
তবেই দেখবে আগামী পৃথিবী
মুছে গেছে কালরাত্রি।
রিম্পা ষড়ংগী
কবি,
কলকাতা, ভারত।
৩ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ দিন ২০ মিনিট আগে
২১ দিন ২১ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৮ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে