সাভার- আরিচা মহাসড়ক থেকে আব্দুল্লাহপুর উত্তরা সংযোগ সড়ক হলো সাভারের আনোয়ার জং সড়ক এটি সাভারের সিএন্ডবি থেকে আশুলিয়া বাসস্ট্যান্ড পযন্ত প্রায় ৬ কিলোমিটার।
মহাসড়কের যানজট এড়াতে বেশিরভাগ গাড়ি সিএন্ডবি দিয়ে প্রবেশ করে আশুলিয়া দিয়ে আব্দুল্লাহপুর উত্তরা অথবা বিরুলিয়া ব্রিজ হয়ে মিরপুরে প্রবেশ করে।
ব্যাস্ততম এই বাইপাস সড়কের কলমা,আনারকলি,আউকপাড়া,দোসাইদ,চারাবাগ,গরুর হাট এর বেশিরভাগ রাস্তা ভাঙাচোরা হওয়ার কারণে স্বাভাবিক ভাবে গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে ধীর গতিতে চলতে হয় সব ধরনের যানবহনকে ফলে এই বাইপাস সড়কে সবসময় যানজট লেগেই থাকে।রাস্তা ভাঙা এবং যানজটের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এই সড়কের কলমা বাসস্ট্যান্ড ও চারাবাগ বাসস্ট্যান্ডে
সেচ্ছাসেবী ও কমিউনিটি পুলিশ সর্বদা চেষ্টা করে যাচ্ছেন যানজট নিরসনের জন্য। এতে করেও আশানুরূপ ভাবে কমছে না যানজট।
এলাকাবাসীর দাবি খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাস্ত এই সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করে দিলে এলাকাবাসী সহ এই সড়কে চলাচল করা প্রতিটি মানুষ উপকৃত হবে।
৩ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
২১ দিন ১৮ মিনিট আগে
২১ দিন ১৯ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৮ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে