রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দুর্নীতির বিরুদ্ধে কঠোর সচেতনতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
দুর্নীতিকে উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় উল্লেখ করে তিনি দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে প্রচারণা চালানোর জন্য দুদক প্রতিনিধিদলকে বলেন।
দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিনও দুর্নীতি দমন সংস্থাটিকে যেকোনো মামলার তদন্ত ও তদন্তের কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন।
বৈঠকে দুদক চেয়ারম্যান সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে এক ব্রিফিংয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান।
সাহাবুদ্দিন কমিশনকে শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস দেন।
দুদক কমিশনার মো: মোজাম্মেল হক খান ও মো: জহুরুল হক এবং এর সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এসময় উপস্থিত ছিলেন।
২ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২০ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
২০ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৭ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে