গলাচিপা ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবনে বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ বাচ্চা গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু বাঘায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

চিরসজ্জায় কুমিল্লার মেয়র আরফানুল হক রিফাত

মায়ের কবরের পাশে চিরসজ্জায় শায়িত করা হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতকে। শুক্রবার বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে টমসন কবরস্থানে সমাহিত করা হয়। জানাজায় কুমিল্লার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মুসল্লিদের অংশগ্রহণে ভরপুর হয়ে যায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। জানাজায় ইমামতি করেন মেয়র আরফানুল হক রিফাতের পুত্র এহতেশাম হক রাইয়ান।


মেয়র রিফাতের জানাজায় অন্যান্যদের মধ্যে অংশ নেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম,  সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম আব্দুল মঈন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,  বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ অন্যান্যরা।

এছাড়াও তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রদ্ধা জানান কুমিল্লা-৭ চান্দিনা আসনের এমপি ডা. প্রাণ গোপাল দত্ত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে নগর ভবনে ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয় প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনে নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, সচিব আশরাফুন নাহার, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। এরপর সকাল দশটায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রয়াত এই সাধারণ সম্পাদক কে । সেখানে মহানগর আওয়ামী লীগের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুাহ আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায় আক্রান্ত ছিলেন। মেয়র আরফানুল হক রিফাত ২০২২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।

আরও খবর