কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অবস্থিত আল-আমিন এতিমখানা কমপ্লেক্স পরিচালনা কমিটির বার্ষিক সাধারণ সভা বুধবার (২১ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়। আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায়- কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসা. নাসিমা আক্তার।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন- কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. শামীম হোসেন। কমপ্লেক্সের সুপার মো. দ্বীনুল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেইন, প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, কমপ্লেক্স পরিচালনা কমিটির পরিচালক এম.এইচ মাসুম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি প্রমুখ।
১০ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
২৬ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
২৮ দিন ২৪ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে