'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার চান্দিনায় ভূমিসেবা সপ্তাহ এর উদ্বোধন করা হয়। সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এমপি। অনুষ্ঠানে ২৩ জন ভূমিহীন ও গৃহহীনকে নামজারিসহ সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এ ভূমিসেবা চলবে ২২মে থেকে আগামী ২৮মে পর্যন্ত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।
এ সময় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মাইজখার ইউপি চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, দোল্লাই নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, কেরনখাল ইউপি চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া প্রমুখ।
১০ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
২৬ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
২৮ দিন ১৫ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে