কুমিল্লার চান্দিনায় শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির উদ্বোধন ও আলোচনা সভা হয়। সোমবার (২২ মে) দুপুরে পৌরসভার তুলাতলী গ্রামে ওই মন্দির উদ্বোধন ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
অনুষ্ঠানে মন্দির কমিটির সহ-সভাপতি শংকর নাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা কালী ভূষণ বক্সী, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী।
অনুষ্ঠানে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শ্রীধর বণিক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক আইচ, কাউন্সিলর মো. দুলাল মিয়া, সাবেক কাউন্সিলর মো. জয়নাল আবেদীন জনি, আনন্দময়ী কালী বাড়ি মন্দির কমিটির সহ-সভাপতি সাংবাদিক রণবীর ঘোষ কিংকর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, সুমন দাস।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা মজুমদার, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, বাড়েরা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ভূইয়া, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া প্রমুখ।
১০ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
২৬ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
২৮ দিন ১৩ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে