অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ

বগুড়ার শেরপুরে র‌্যাব পরিচয়ে অপহরণ, মুক্তিপন নিয়ে ফেলে দিল রাস্তায়


বগুড়ার শেরপুর পৌরশহরের শান্তি মিউজিক কর্নারের মালিক হারমনিয়াম ব্যবসায়ী নান্নু কুমার দাসকে (৩৩) র‌্যাব পরিচয়ে অপহরন করে তুলে নিয়ে যায়। পরে মুক্তিপন দিলে তাকে রাস্তায় ফেলে যায়। বুধবার দুপুরে বিষয়টি নান্নু কুমার দাস নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দুপুরে পৌরশহরের টাউনবারোয়ারি মোড় থেকে তাকে তুলে নিয়ে গিয়ে রাত্রিতে মুক্তিপন নিয়ে রাস্তায় ফেলে যায়।


নান্নু কুমার দাস  জানান, মঙ্গলবার সকালে নান্নু দোকান খুলে কাজ করছিলাম। দুপুর ১২টার দিকে একটি সাদা হাইচ নিয়ে ৫জন লোক আমার দোকানের সামনে থামিয়ে আমার দোকানে প্রবেশ করে। এবং আমাকে জানান আমরা র‌্যাবের লোক। একথা বলে আইডিকার্ড দেখান। এরপরই তারা বলেন সজল কোথায়। তখন আমি তাদের জিজ্ঞাসা করি কেন? কি হয়েছে? তখন র‌্যাবের পরিচয়কারীরা বলেন, সজল তোমার কাছে একটি মোটরসাইকেল রেখেছিল সেটা চোরায়। এ কথা বলেই তারা গাড়ীতে তুলে নিয়ে যায়। চান্দাইকোনা পার হয়েই ৩জন আমাকে মারধর শুরু করে আর বলতে থাকে হয় সজল অথবা মোটরসাইকেল বের করে দিবি। তখন আমি সজলকে মোবাইলে কল দিলে সে বিভিন্ন তালবাহানা শুরু করে। র‌্যাব পরিচয়কারীরা আমাকে টর্চার করার এক পর্যায়ে মুক্তিপনের জন্য আমার কাছে টাকা দাবি করে। তখন আমি জীবন বাঁচাতে বাড়িতে মোবাইলে জানায়। আমার বাড়িতে ১০ হাজার টাকা বিকাশে পাঠায় এবং আমার কাছে থাকা একটি দামি মোবাইল নিয়ে সিরাজগঞ্জের শিয়ালখোল এলাকায় রাতে ফেলে দিয়ে চলে যায়। তিনি আরো জানান, গত ১মাস ৯দিন আগে জয়পুরহাট দ-ুদ্যাল গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে সজল আমার দোকানের সামনে একটি মোটরসাইকেল রেখে যায়। রাখার ১ ঘন্টা পর সে আবার নিয়েও যায়। এরপর মঙ্গলবার ১১ জুলাইন দুপুরে র‌্যাব পরিচয়ে আমাকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপন ও মারধর করে রাস্তায় ফেলে যায়।@নান্নু কুমার দাসের বড় ভাই কানু চন্দ্র দাস জানান, দুপুরে শুনলাম নান্নু কুমার দাসকে র‌্যাব তুলে নিয়ে গেছে। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল। রাত্রিতে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে বলে, ভাই আমি ন্নানু বলছি আমাকে বাঁচান, জীবিত চাইলে এই বিকাশে ১০ হাজার টাকা পাঠাও তারপর আমি টাকা পাঠায়। এর ১৫ মিনিট পর নান্নু বলে আমাকে সিরাজগঞ্জের শিয়ালখোল এলাকায় রাস্তায় তারা ফেলে দিয়ে চলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা নিয়ে বাড়ীতে আসে। তাকে টর্চার করায় তার ১ পা ও ১

হাত ফুলে গেছে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা  জানান, কোন অভিযোগ পায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর