বগুড়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার মূল আসামি রাব্বি (২২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১০ জুলাই (সোমবার) সকাল ১০ টায় সদরের চকলোকমান এলাকার মৃত ইসরাফিলের ছেলে রাব্বি কে সদরের কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বেলা সাড়ে ১২ টায় র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করে প্রেস ব্রিফিং বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি টিম আসামিকে ধরতে অভিযানে নামে। অভিযানকালে শহরের কলোনি এলাকা থেকে সোমবার সকাল ১০ টায় মামলার মূল আসামি রাব্বিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করেছে। তবে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে আসামি রাব্বি জসিমকে হত্যা করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আরও বলেন, অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ৭ জুলাই (শুক্রবার) সদরের চকলোকমান কলোনীর দোতলা মসজিদ মাঠে ফুটবল খেলার সময় জসিমের(৪০) পরিবারের এক বাচ্চার গায়ে বল লাগে। তখন ছেলেটি মাটিতে পড়ে যায়। এ নিয়ে রাব্বি ও জসিমের পরিবারের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে পরদিন শনিবার রাব্বিসহ কয়েকজন জসিমের উপর আক্রমণ করে। এসময় লাঠি ও ধারালো চাকু দিয়ে তারা জসিমকে আঘাত করলে অচেতন অবস্থায় জসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে