আদমীঘির সান্তাহারে অনলাইনে কেনা ট্রেনের টিকিট কালোবাজারে বেশি দামে বিক্রির অপরাধে আকতারুজ্জামান ওরফে হিটলার (৪৮) নামের এক জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। এসময় তার নিকট থেকে তিনটি ট্রেনের টিকিট জব্দ করা হয়। গত বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ময়েন উদ্দিনের ছেলে ও সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সোহাগ পেপার হাউজ দোকানের মালিক বলে জানাগেছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র ট্রেনের টিকিট কালোবাজারি করে যাত্রী সাধারণের কাছে বেশি দামে টিকিট বিক্রি করতো। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে আকতারুজ্জামান ওরফে হিটলার নামের ওই ব্যক্তি অনলাইনে ট্রেনের টিকিট নিজে সংগ্রহ করে যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করছিলেন। এসময় তাকে তিনটি টিকিটসহ গ্রেফতার করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গ্রেফতারকৃত আকতারুজ্জামান ওরফে হিটলারের বিরুধে থানায় একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
৯ ঘন্টা ২২ মিনিট আগে
৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে