বগুড়ায় তারুণ্যের সমাবেশে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। চেয়ার দুটিতে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে।
১৯ জুন (সোমবার) বিকেল ৪টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে এই তারুণ্যের সমাবেশ শুরু হয়। ক্ষমতাসীন আ'লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার তারুণদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়াতাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এ জিলানী'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বগুড়া জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এর সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ৪৭ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে