সেই কবে কোনো এক বৃহস্পতিবার
তোমারে দেখিয়াছিলাম
হয়তো বছর তিন প্রায়
সেদিন ও আমি তোমার প্রেমে পরিনি
ছিলোনা কোনো মায়া
ছিলো শুধু ভালো লাগা...।
অতঃপর বছর এক পেরোলো
হঠাৎ একদিন অনুভবে
তুমি আমার
প্রখরভাবে হৃদয়ের কোনে
জমে গেছে তুমি নামক আসক্তি টা...।
আমার বিস্মিত ওই মস্তিষ্কটাতেও
মায়া নামে এক ব্যামো
ভর করেছে
আর সে মায়াটা তুমি...।
ধীরে ধীরে বুঝলাম
এ এক কঠিন অসুখ
ক্যানসারের থেকেও
অধিকতর ভয়ানক
এ অসুখ তুমি নামক অসুখ
যা হৃদয়কে বিস্মিত করে দেয় নিত্য...।
রক্তস্রত বসিয়ে দেয় গহীন থেকে
করে হাহাকার
না পাওয়ার যন্ত্রনায়...।
১৫ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৫৪ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে
৯৬ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯৮ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
১০১ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
১০২ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
১১১ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে