গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

মোংলায় অসুস্থ মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়ীতে আগুন ও  চিংড়ি ঘের দখলের অভিযোগ

মোংলায় মুক্তিযোদ্ধার বাড়ির গেটে আগুন দেয়ার চেষ্টা


মোংলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম ফকিরের বাড়ীতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থনকারী এলাকার চিহ্নিত একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিনের বেলায় প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র অবস্থায় এলাকাবাসির সামনে আগুন দিয়ে সাবেক চেয়ারম্যানের বাড়ীর প্রধান গেট পুড়িয়ে দেয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। পরে বাড়ির লোকজনের ডাক চিৎকার দিলে এলাকারবাসী ছুটে আসলে বাড়ী ভিতরে আগুন দেওয়ায় চেষ্টায় ব্যর্থ হয় এসকল দূর্বৃত্তরা। ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কাউকে আটক করতে পারেনী তারা। 

মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও স্থানীয় সুন্দরবন ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম ফকিরের মেয়ে নুরজাহান হীরা অভিযোগ করে বলেন, তারা মাত্র দুই ভাই বোন। অল্প কয়েক বছর আগে তার এক মাত্র ভাই মারা গেছেন। বৃদ্ধ বাবা মা অসুস্থ থাকায় প্রায়ই তারা চিকিৎসার জন্য খুলনায় থাকেন। এ কারণে তাদের সুন্দরবন ইউনিয়নের বাঁশতলার বাড়িতে অধিকাংশ সময়ে কোন লোকজন থাকেন না। বাড়িতে কেউ না থাকায় সুযোগে বাঁশতলা গ্রামের বিএনপির পরিচয়ধারী প্রায় ২০/২৫ জনের একটি দুর্বৃত্ত দল তাদের বাড়ী ঘর পুরিয়ে ফেলার জন্য প্রধান গেটে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজনের ডাক চিৎকারে তারা পালিয়ে গেলে পুরো বাড়ীতে আগুন দিতে ব্যর্থ হয়। 

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী সরকারের পট পরিবর্তন হওয়ার পর থেকেই গ্রামের রাজনীতির আক্রোশে তাদের পরিবারের ওপর জুলম অত্যাচার করে আসছেন স্থানীয় বিএনপি পরিচয়ধারী ও তার সহযোগীরা। এই বাহিনীটি গত মাসের প্রথম দিকে তাদের সুন্দরবন ইউনিয়নের পাখিমারা এলাকায় ৩০ বিঘার একটি চিংড়ি ঘের জবর দখল করে মাছ লুট করে নেয়। যা এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে উক্ত সন্ত্রাসীদের দুর্দান্ত দাপটে থানায় অভিযোগ পর্যন্ত দিতে পারেনি ভূক্তভোগী পরিবারটি। 

 ভূক্তভোগী অভিযোগ করে আরো বলেন, তার বাবা একসময় আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও অসুস্থতার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি দলীয কর্মকাণ্ডে নিস্কীয় রয়েছেন। তার পরও রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নব্য বিএনপির নাম ব্যবহার করে এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা তাদের ঘের দখল, বাড়িতে অগ্নি সংযোগসহ মোটা অংকের চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ স্বজনদের। এদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে এরা আরো ক্ষতি করবে বলে তাদেরকে শাসাচ্ছে। এ কারণে ভূক্তভোগী পরিবার থানায় মামলা বা আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছে। তারা সর্বক্ষনিক আতংকগ্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে।

এ দিকে বৃহস্পতিবার বাড়ীতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি। কাউকে আটকও করা যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর