ইউক্রেনে আগ্রাসন শুরুর পর অবশেষে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য হলো ফিনল্যান্ড। এর মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন এ জোটের সদস্য সংখ্যা হলো ৩১। বিবিসি ও আল- জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিনল্যান্ড আরও আগেই ন্যাটোর সদস্য হতে পারত। তবে তুরস্ক ও হাঙ্গেরির বাধার কারণে ফিনল্যান্ডের সদস্য হওয়া বাধাগ্রস্ত হয়েছে। একই কারণে সুইডেন এখনো ন্যাটোর সদস্য হতে পারেনি।
তবে তুরস্কের পার্লামেন্ট গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানে অনুমতি দেওয়াসংক্রান্ত একটি বিল অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে সামরিক জোটে যোগদানে ফিনল্যান্ডের শেষ বাধাটি দূর হয়।
এরপর গত রোববার ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের হামলার পর ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করে ফিনল্যান্ড। কারণ রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে। এর আগে ফিনল্যান্ড নিরপেক্ষ অবস্থানই ধরে রেখেছিল।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে ফিনল্যান্ডের ন্যাটোভুক্ত হওয়াকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন সমর বিশেষজ্ঞরা।
৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে