উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে পাইলটি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) নান্দাইল পাইলটি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন নান্দাইল আসনের এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনোয়ারা জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, পৌর মেয়র মো.রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ।
সকা ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের উপর দলগত ডিসপ্লে,স্কাউট, শ্রেণিভিত্তিক ও ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।
বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে