বুটেক্সের আবাসিক হলে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক এনসিপি একটি নতুন সংগঠন হলেও এর বার্তা পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে: আখতার হোসেন ঈশ্বরগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন শেরপুরের পাহাড়ে পিঁপড়ার ডিমের নতুন ব্যবসা: জীবিকার সুযোগ বাড়লেও সংকটে পরিবেশ মওলানা ভাসানী ব্রিগেড’ নামে ৯ সংগঠনের সমন্বয়ে প্যানেল ঘোষণা বরিশালে অনির্দৃষ্টিকালের জন্য বাস ধর্মঘট ভোটে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ডিসিদের নির্দেশ শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা, ঢাকায় গণপরিবহন চলাচল সীমিত, যাত্রীও কম মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ লালপুরে নারী প্রলোভনের ফাঁদে ফেলে চাঁদা আদায়— প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার! বড়লেখায় ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থী মিঠুর মতবিনিময় হাসিনার মামলায় যে ৫ অভিযোগে রায় আজ আক্কেলপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার ব্যক্তিগত সহযোগিতা বিদ্যুৎ সংযোগ মিলল দুইটি পরিবারে লোহাগাড়ায় চলছে মৌসুমি আনন্দ- বিভিন্ন এলাকায় কৃষকের ধান কাটা শুরু। স্বতন্ত্র থেকেও উন্নয়ন করা সম্ভব: রংপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ প্রার্থী শাহ আলম বাসার আক্কেলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় বিভিন্ন গ্রাহকের টাকা আত্নসাৎ গ্রাহকদের মানববন্ধন পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ দৈনিক খবরপত্রের মৌলভীবাজার জেলার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে অনির্দৃষ্টিকালের জন্য বাস ধর্মঘট

বরিশালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে বরিশাল জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, ভাঙচুর করা বাসের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। হঠাৎ এই পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। কিছু মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রীদের দ্বিগুণ বা তারও বেশি ভাড়া গুনতে হচ্ছে। ‘হাফ ভাড়া’ দেয়াকে কেন্দ্র করে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাসের শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশকিছু বাস ভাঙচুর ও ১ টি বাসে অগ্নিসংযোগ করে। এই সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রাত ৯ টায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও, টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। ওই ঘটনার জেরে রোববার সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকেরা প্রায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে গাড়ি চলাচল বন্ধ রাখেন। বরিশাল নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, ‘আমরা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখব। আমাদের যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। অর্ধশত শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পরে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা দেয়ার পরই কেবল গাড়ি চলাচল শুরু হবে।’ কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন অভিযোগ করেন, তাদের কমপক্ষে দুইশো বাস ভাঙচুরের পাশাপাশি কাউন্টারও ভেঙে লুটপাট করা হয়েছে। তিন কোটি টাকার ক্ষতির দাবি মালিক সমিতির এই নেতার। মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেনও একই অভিযোগ। বাস কখন ছাড়া হবে তা বৈঠকের পর জানানো হবে বলে জানান তিনি। অপরদিকে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিএম কলেজের আট শিক্ষার্থী ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন ছাত্র আবু বক্কর অভিযোগ করেন, শনিবার তাদের ওপর হামলা চালানো হয়। গতরাতে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ন্যায় বিচার দাবি করেছন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী।
আরও খবর