লোহাগাড়ায় চলছে মৌসুমি আনন্দ—বিভিন্ন এলাকায় কৃষকদের ধান কাটা শুরু
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শুরু হয়েছে আমন ধান কাটা–মাড়াইয়ের ব্যস্ত সময়। উপজেলার বিভিন্ন গ্রাম এখন সোনালি ধানের ঘ্রাণে মুখরিত। দিনের শুরুতেই মাঠে নেমে পড়ছেন কৃষকরা। কেউ কাঁচি হাতে ধান কাটছেন, কেউ বা ট্রাক্টর ও থ্রেশার মেশিন দিয়ে মাড়াই করছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফসল উৎপাদন ভালো হয়েছে। ফলনও গত বছরের তুলনায় বেশ সন্তোষজনক। ধান ঘরে তুলতে পারায় কৃষকদের মুখে হাসির ঝিলিক—কেউ নতুন ফসলের স্বপ্ন দেখছেন, কেউ পারিবারিক প্রয়োজন মেটানোর পরিকল্পনা করছেন।
উপজেলার চরম্বা, পদুয়া, কলাউজান, পুটিবিলা, পানত্রিশা, আমিরাবাদসহ বেশ কয়েকটি এলাকায় ইতোমধ্যে ধান কাটার দৃশ্য চোখে পড়ে। কৃষকরা বলছেন, এখন শ্রমিক সংকট থাকলেও স্থানীয় তরুণরা এগিয়ে আসায় কাজ অনেকটাই সহজ হয়েছে।
সোনালি ধানের হাসি এখন লোহাগাড়ার প্রতিটি গ্রামে নতুন উৎসবের রং ছড়াচ্ছে। কৃষকের আশা—এবারের ভাল ফসল তাদের পরিবারের স্বচ্ছলতা আনবে, এবং আগামী মৌসুমের জন্য আরো নতুন উদ্দীপনা যোগাবে।
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ২৬ মিনিট আগে
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ ঘন্টা ৩ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে