সাতক্ষীরার কালীগঞ্জে পাঁচ বছরের এক নিষ্পাপ শিশু আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। খেলতে বের হয়ে প্রতিবেশী তিন কিশোরের হাতে ধর্ষণের শিকার হয় সে। এখন হাসপাতালে শুয়ে কাঁদছে ছোট্ট মেয়েটি, আর বিছানার পাশে দাঁড়িয়ে অসহায়ভাবে চোখের জল ফেলছেন মা—যন্ত্রণায় ভেঙে পড়া সেই মায়ের পাশে দাঁড়াবার মতো কেউ নেই।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। খেলতে গিয়ে শিশুটি প্রতিবেশীর বাড়িতে গেলে তিন কিশোর তাকে ঘরে ডেকে নেয়। খেলার ছলে ডেকে নেওয়া হলেও সেখানে ঘটে অমানবিকতা। শিশুটির কান্নার শব্দ শুনে মা ছুটে গেলে অভিযুক্তরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে মা থানায় নিয়ে গেলে পুলিশ দ্রুত হাসপাতালে পাঠায়। সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র আবদুল ওয়াজেদ জানান, “শিশুটি গুরুতর অসুস্থ, তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক।”
মায়ের কণ্ঠ কেঁপে ওঠে, “আমার ছোট্ট মেয়েকে যারা শেষ করে দিয়েছে, তাদের হয়ে এলাকার কিছু প্রভাবশালী আমাকে চুপ থাকতে বলছে, ভয় দেখাচ্ছে। আমি অসহায়।”
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করা হয়েছে। মামলা ও তদন্ত প্রক্রিয়াধীন।”
এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সবাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যেন আর কোনো মায়ের কোলে নিষ্পাপ শিশুর রক্ত না ঝরে।
৩১ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ ঘন্টা ৩ মিনিট আগে
৩ ঘন্টা ১৯ মিনিট আগে