তুই ছিলি আমার অধিকার
দিসনি করতে আদায়
তুই ছিলি আমার মায়া
দিসনি বাঁধতে ভালোবাসায়...।
তুই ছিলি আমার প্রেম
দিসনি রাখতে গোপন খামে
তুই ছিলি আমার শত আবেগ
কেন চলে গেলি করে সব আক্ষেপ...।
তোকে আজও ভালোবাসি আমি
তুই যে রাতের সুখতারা
আমি এখনো বলে যাই সে কথা...।
তুই এখন অন্য কারো ঘর
সুখের দিশারি
তোর প্রেমে পাগল হয়ে
আমি যে হইলাম পরবাশি...।
দুনিয়া যাক এদিক ওদিক
তুই ছিলিস আমার আমারই রবি
এ কথা আমি বলে যাব বারংবারই...।
১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
১৫ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
২৮ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৫ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে