মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোটের নিজ বাড়ী রওশন-জামান ভিলায় বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও রওশন-জামান জামে মসজিদ নির্মাতা অধ্যাপক ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় এবার বয়স্ক নারীদের সহীহ্ কোরআন শিক্ষা চালু করা হয়েছে। সম্প্রতি ৮ জন নারী নিয়ে নিজ বাড়ীতে এই কার্য্যক্রম চালু করেন তিনি।
এর আগে চলতি বছরের ৪ আগস্ট (সোমবার) ওসমানপুর ইউনিয়নের পাতাকোট হাজী আব্দুর রশীদ মিস্ত্রি জামে মসজিদে বয়স্ক পুরুষদের সহীহ্ কোরআন শিক্ষার শুভ উদ্বোধন করেন তিনি। সেখানে প্রতিদিন বাদ এশা বয়স্ক পুরুষ সহীহ্ কোরআন শিক্ষা প্রদান করা হয়। প্রাথমিকভাবে ২০ জন বয়স্কদের নিয়ে ওই কার্যক্রম শুরু করা হয়েছিল।
নারীদের সহীহ্ কোরআন শিক্ষা চালুর বিষয়ে অধ্যাপক ডা. এস এ ফারুক বলেন, আমাদের শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য শুদ্ধভাবে কোরআন শিক্ষা জরুরি। প্রথমে আমি গ্রামের মানুষের কথা চিন্তা করে গত ৪ আগস্ট প্রাথমিকভাবে ২০ জন বয়স্ক পুরুষ নিয়ে বয়স্ক সহীহ্ কোরআন শিক্ষা চালু করি। তখন বয়স্ক মহিলাদের জন্য কোরআন শিক্ষা চালুর দাবী উঠলে এবার ৮ জন নারী নিয়ে বয়স্ক সহীহ্ কোরআন শিক্ষা চালু করেছি। পর্যায়ক্রমে এর পরিধি আরো বাড়ানো হবে।
২৯ মিনিট আগে
১ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ ঘন্টা ১ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে