“বন বাঁচিলে মানুষ বাঁচবে” “অংশগ্রহণই সাফল্যের অর্ধেক” আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, একটি সবুজ, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এ স্লো-গানকে সামনে রেখে প্রয়াস এগিয়ে যাবে বহুদূরে।
প্রয়াসের আয়োজনে এনভায়রনমেন্ট অলিম্পিয়াডের পুরস্কার ও
সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর
বিকেল ৩টায় সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে এনভায়রনমেন্ট অলিম্পিয়াড ২০২৫
আয়োজন করেছেন । কুইজ ও চিত্রাঙ্কনে
মধুপুরের আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন মধুপুর শহীদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর । প্রধান অতিথি ছিলেন
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো. জুবায়ের হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। বিশেষ অতিথি ছিলেন ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক,
মোহাম্মদ নাজিবুল বাশার, শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ফরহাদ তরফদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াসের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার।
অতিথিবৃন্দদের সচেতনমূলক আলোচনায় পরিবেশ রক্ষার গুরুত্ব দিয়ে বলেন আমাদের পরিবেশকে অবশ্যই ভারসাম্য ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণামূলক বক্তব্য এবং আন্তরিক প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতন হতে উৎসাহিত করেন।
এসময় প্রয়াসের সাংগঠনিক সম্পাদক আনাস মুহাম্মাদ প্রয়াস সংগঠনের ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। পরে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। বিশেষ মুহূর্তে প্রয়াস কর্তৃক রিফাত আনজুম পিয়াকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনাস এবং রাফি সম্মাননা ক্রেস্টটি অতিথির হাতে তুলে দেন।
অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। পুরো আয়োজনকে সফল করতে প্রয়াসের সভাপতি মোঃ ছোয়া আলিফ সিদ্দিকী তাজ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সবসময় কার্যক্রমের প্রতিটি ধাপে পাশে থেকে অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।
৩৩ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে
২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ২১ মিনিট আগে