প্রকাশের সময়: 30-08-2025 11:03:40 pm
জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২৮ আগস্ট), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে শনিবার,৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেয়া হয়েছিল।
আলটিমেটাম শেষ হওয়ার পরও যথাযথ কতৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত ১০:৩০ ঘটিকায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর মধ্য দিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্যে থেকে রবিবার(৩১ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কমপ্লিট শাটডাউন এর আওতায় থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক অর্জুন দাস জানান, আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেয়ায় এবং একাডেমিক কাউন্সিল গঠন না করায় আমরা আগামীকাল থেকে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।
উল্লেখ্য, লাইভস্টক সেক্টরে দুইটি আলাদা ডিগ্রি ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ও এনিমেল হাজবেন্ড্রি থাকায় দীর্ঘদিন যাবত সমস্যার দেখা দিচ্ছে। এরই প্রেক্ষিতে পবিপ্রবির এএইচ ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গত ৩০ জুলাই থেকে দুইটি ডিগ্রি একিভূত করে একটি কম্ভাইন্ড ডিগ্রি ভেট সায়েন্স এন্ড এএইচ নামের করার জন্য আন্দোলন করে আসছে।
২ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে