ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ করেছে সারিয়াকান্দি কলেজ ছাত্রদল ও চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদল।
বুধবার সকালে চন্দনবাইশা ডিগ্রি কলেজে এবং এরপর সারিয়াকান্দি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদের সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সোহেল রানা, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাফিউল ইসলাম জিহাদ, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম রিয়ান, সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি ফাযিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নাছিম ইসলাম, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা গালিব, আশিক, ফুলবাবু, সোহাগ, সৈকত প্রমুখ।
এসময় ছাত্রনেতাদের ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বক্তারা বলেন, বিভিন্ন ক্যাম্পাসে হত্যার রাজনীতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীনকে হত্যা করা হয়েছে। প্রাইম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। আজ ছাত্রদলের। পরীক্ষিত নেতা শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে হত্যা করেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ নিষ্ক্রিয় ছিল।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান'র পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা।
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে