লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আ'ট'ক
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে লাবণী আক্তার (৩০) নামে এক গৃহবধূ রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় ওই গৃহবধূর স্বামী শামীম হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসেমপুর গ্রামে এঘটনা ঘটে। শামীম একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম হোসেন সালামপুর গ্রামে শশুড় বাড়ির পাশে হাফিজুর রহমানের বাড়িতে ভাড়া থাকতো। সে গত রাতে মাদক সেবন করে স্ত্রী লাবণী আক্তারকে মারধর করে। পরে সকালে ওই গৃহবধূর গলায় ওড়না জড়ানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এবং স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে।এঘটনায় ওই গৃহবধূর বাবা লালপুর থানায় মামলা দায়ের করেছেন।