কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে গেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুন।
শুক্রবার (২৫ এপ্রিল) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ২১টি কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাহায্যে কাজ করেন তারা।
এসময় পরীক্ষার্থীদের লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করতে, বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি কেন্দ্রের আশেপাশের বিভিন্ন মোড়ে যানজট নিরসনে কাজ করে তারা৷ এছাড়াও পরীক্ষার্থীদের হল খুঁজে দিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে সহায়তা করেন সংগঠনটির সদস্যরা।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের সিইউও মো. তালহা জুবায়ের বলেন, ''বি' ইউনিটে ভর্তি পরীক্ষায় ২১ টি কেন্দ্রে আমাদের ১০০ জন ক্যাডেট মোতায়েন করা হয়েছে। সকল নিয়মশৃঙ্খলা রক্ষার্থে এবং ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে বিএনসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন।
সার্বিক বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসি ও অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বরাবরই সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি এবং এবারও তার ব্যত্যয় হয়নি। আমাদের আন্তরিকতা এবং চেষ্টা কোন ত্রুটি ছিল না। আমাদের ক্যাডেটরা সার্বিক শৃঙ্খলার যাবতীয় দায়িত্ব পালন করেছে। আমি ফিজিক্যালি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি এবং দেখেছি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে এবং আমাদের ক্যাডেটরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আমরা সহযোগিতা করতে পেরে অনেক আনন্দিত এবং আশা করি সামনে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।'