শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করলেন উপজেলা প্রশাসন। ২৪ এপ্রিল বৃহস্পতিবার এ জমি উদ্ধার করা হয়। উক্ত সরকারি জমি উদ্ধারের অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। এ সময় রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলাধীন রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের আওতায় বড়মালিঝিকান্দা মৌজার ১নং খাস খতিয়ানের ৪টি দাগে মোট ৬.৩৭ একর খাস জমি অবৈধ দখলদারের নিকট হতে উদ্ধার করা হয়। এতে উদ্ধার করা হয় প্রায় কোটি টাকা মূল্যের সরকারি জমি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি জমি দীর্ঘদিন থেকে এক শ্রেণির ভূমিদস্যুরা অবৈধভাবে ভোগ করে আসছিল। বৃহস্পতিবার এ জমি উদ্ধার করে সরকারের আওতায় আনা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ৫ মিনিট আগে