পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সুন্দরবন উপকূলে জেলেদের জালে মিলছেনা মাছ, নিরানন্দে কাটবে ঈদ


বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে মাছের চরম আকাল দেখা দিয়েছে। সুন্দরবনের দুবলার চর কেন্দ্রিক জেলেরা গেল অমাবস্যার গোণে গভীর সমুদ্রে মাছ ধরতে জাল ফেলে খালি হাতে উপকূলে ফিরে এসেছেন। 

এ অবস্থায় সাগর পাড়ের জেলে বিভিন্ন জেলে পল্লীর শুঁটকি তৈরির চাতালগুলো এখন মাছের অভাবে খাঁ খাঁ করছে। 

চলতি মৌসুমের সময়ের মধ্যে জেলেদের মাছ ধরার বাকী সময় আছে আগামী পূর্ণিমার গোণ। এই সামনের গোণে যদি মাছ পাওয়াও যায় তা দিয়ে পুরো মৌসুমের সংকট কিভাবে পূরণ করবেন তা নিয়ে হা হুতাশ করছেন দুবলার চরের জেলে ও মৎস্যজীবীরা। প্রায় শেষ দিকে এসে স্মরণকালের রেকর্ড ভঙ্গ করে বর্তমানে সাগরে মাছের চরম আকাল দেখা দেয়ায় জেলে ও মৎস্যজীবীরা এখন দারুণভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। জেলেরা পরিবার পরিজন নিয়ে সামনের ঈদ উৎসব পালন করবেন না কি দেনা করে লগ্নি করা টাকা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে উৎকণ্ঠা আর হতাশা প্রকাশ করছেন। জেলে পরিবারগুলোতে নেই কোনো ঈদের আমেজ। এদিকে সাগরে পর্যাপ্ত মাছ আহরণ না হওয়ায় এবার বন বিভাগেরও তাদের লক্ষমাত্রার রাজস্ব আয়ে বিরূপ প্রভাব পড়ার আশংকা দেখা দিয়েছে।

সুন্দরবনের দুবলার চরের বিভিন্ন জেলে ও মৎস্যজীবী ও বন বিভাগ সূত্র জানায়, প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের দুবলার চর এলাকায় গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে পাঁচ মাসব্যাপী সাগরে শীত কালীন মৎস্য আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুম। আগামী ৮ এপ্রিল পর্যন্ত চলবে এ মৌসুম। মৎস্য আহরণকালীন সময়ে জেলে ও মৎস্যজীবীরা নৌকা ও ট্রলারে করে সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণের পর তা সুন্দরবনের বিভিন্ন চরে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ করে তা দেশের বিভিন্ন জায়গার মোকামে সরবরাহ করে থাকেন। এ সময় সুন্দরবন উপকূলের হাজার হাজার জেলে ও মৎস্যজীবীরা কোটি কোটি টাকা লগ্নি করে এখানে মাছ আহরণ ও শুঁটকি তৈরিতে জড়ো হন। 

সাগর থেকে মৎস্য আহরণ ও শুঁটকি তৈরিকে কেন্দ্র করে সুন্দরবনের পুরো উপকূল এলাকায় জেলে ও মৎস্যজীবীরা বিভিন্ন কর্মযজ্ঞে ব্যাপক ব্যস্ত সময় পার করে থাকেন। কিন্তু এবারের মৌসুমের চিত্র অনেকটাই ভিন্ন। জেলে ও মৎস্যজীবীদের মনে শান্তি নেই। বিরাজ করছে দারুণ হতাশা আর উৎকণ্ঠা। মৌসুমের শুরু থেকেই সাগরে মাছ সংকটে বিপাকে পড়েছেন জেলে মৎস্যজীবীরা। সর্বশেষ পূর্ণিমার গোণেও সাগরে জাল ফেলেও তেমন কোন দেখা পাননি তারা। মাছ না পেয়ে জেলে মহাজনরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গেল গোনে সাগরের সুন্দরবন উপকূলে পশ্চিমা বাতাস প্রবাহিত হওয়ার কারণে জেলেরা নৌকা ট্রলার ও জাল নিয়ে গভীর সাগরে যেতে পারেননি। কেউ কেউ প্রতিকূল বাতাস উপেক্ষা করে সাগরে গিয়ে জাল ফেললেও তারাও তেমন মাছ পাননি। সাগরে গিয়ে মাছের অভাবে খালি হাতে সুন্দরবনের জেলে পল্লীতে ফিরে এসেছেন। ট্রলারের তেল খরচও ওঠেনি।

দুবলার চরের মোংলা রামপাল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি সাগরের মাছ ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু বর্তমানের মাছ সংকটের মতো অবস্থা তিনি কখনই দেখেননি। তিনি বলেন, পরিস্থিতি খুবই খারাপ। পশ্চিমা বাতাসের কারণে কোনো মাছ পড়ছে না। এ ছাড়া বাতাসের তীব্রতায় জাল নৌকা নিয়ে জেলেরা সাগরে গভীরে যেতে পারেনি। সাগরের অধিকাংশ জেলে ও মৎস্যজীবীদের একই পরিস্থিতির কথা জানিয়ে তিনি আরও বলেন, সামনে ঈদ। কর্মচারীদের বেতন বকেয়া পড়ে রয়েছে। এ ছাড়া পরিবার পরিজনও তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। এ অবস্থায় ঈদ উদযাপনতো দূরের কথা লগ্নির টাকা কি করে পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না। 

মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাই নগরের কামাল হোসেন দুবলার চরের আলোর কোলের মৎস্যজীবী। তিনি জানান, তার তিনটি নৌকা ট্রলারে মৌসুমে প্রতি লাখে ২৫ হাজার টাকা করে দাদনে মোট ৫০ লাখ টাকা পুঁজি নিয়ে সাগরে এসেছেন। এবার মৌসুম শেষ হতে চললেও আয় করেছেন সব মিলিয়ে ২০ লাখ টাকার মতো। লাভ তো দূরের কথা, পুঁজির অর্ধেকও এখন পর্যন্ত তোলা যায়নি। এ অবস্থায় তিনি বাড়ি ফিরে কি করে তা পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না।

সাগরের মৎস্যজীবীদের বৃহৎ সংগঠন দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, শক্তিশালী পশ্চিমা বাতাসের কারণে গেল গোনে সাগরে মাছ পড়েনি। যা চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে রেকর্ড। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার সাগরে মাছের সংকট বেশি দেখা গেছে। বর্তমানে মাছ না থাকায় সুন্দরবনের বিভিন্ন চরের মাছ শুঁকানোর চাতাল ও মাচা মাছের অভাবে খাঁ খাঁ করছে। এ অবস্থায় অনেক মৎস্যজীবীর বাড়িতে ফিরে কর্মচারীর বেতন পরিশোধ করাও কষ্ট হয়ে যাবে।

বন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান এবারের মৌসুমে সাগরে মাছের অপর্যাপ্ততার কথা স্বীকার বলেন, প্রাকৃতিক কারণে সাগরে মাছ সংকট চলায় বন বিভাগের এ মৌসুমে রাজস্ব আয়ে ঘাটতির আশংকা রয়েছে। 

তিনি বলেন, মৌসুমে বেশ কয়েক দফা সমুদ্রে বৈরী আবহাওয়া বিরাজ করায় সাগরে পর্যাপ্ত মাছ পায়নি জেলেরা। সর্বশেষ গেল পূর্ণিমার গোনে শক্তিশালী পশ্চিমা বাতাসের কারণে সাগরে মাছের দেখা মেলেনি। সব মিলিয়ে এবার মৌসুমে টার্গেট অনুযায়ী বন বিভাগের এ খাত থেকে রাজস্ব আয় কম হওয়ার আশংকা রয়েছে।


আরও খবর



deshchitro-68160ce9efc7a-030525063241.webp
আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস

৭ ঘন্টা ৪৭ মিনিট আগে





deshchitro-681566202a97a-030525064104.webp
পাংশায় মাছের সাথে এ কী শত্রুতা

১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে