বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে বিদ্যমান ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক আলোচনায় শনিবার (৮ মার্চ) তিনি এসব কথা বলেছেন বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পাকিস্তান ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে জানতে চাইলে ভারতীয় সেনাপ্রধান সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে রয়েছে এবং সেটির সঙ্গে আমার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক থাকলে তা নিয়ে আমি চিন্তিত হব। কারণ সন্ত্রাসবাদ যে কোনো দেশকে ব্যবহার করতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, যুদ্ধ কোনো দেশের স্বার্থে ভালো নয়। তাই আমাদের সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের দিকেই অগ্রসর হওয়া উচিত।
এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং উভয় পক্ষ নিয়মিতভাবে নোট বিনিময় করে দ্বিপাক্ষিক সংহতি বজায় রাখে বলে জানান।
ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর দিল্লি ও ঢাকার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, যা ররফ সাত মাস পরেও তেমন গলেনি।
১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে