ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় মেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়। ৮ মার্চ শনিবার সকালে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”-এ মূল সুরকে কেন্দ্র করে বগুলাকান্দি গোলাপ দলের সভাপতি সানোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিঙ্গাবরুনা ইউনিয়নের মহিলা মেম্বার মোছা. রাবেয়া বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মিয়া, ইউপি সদস্য মো. খররুম, মোছা. জুলেখা বেগম, আন্জুয়ারা বেগম, মনুজা বেগম প্রমুখ। আলোচনা সভার পর বাল্যবিবাহ বিরোধী নাটিকা ও নারীর অধিকার বিষয়ক নাটিকাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি মেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বগুলাকান্দীর প্রধান সড়ক পর্যন্ত গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপনে ১৭০ জন এসআরজি সদস্য, শিক্ষক, কিশোর-কিশোরী, গ্রামবাসী অংশগ্রহণ করে। অপরদিকে বিকালে পিরিজপুর গ্রামে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুরুতে র‍্যালি ও মানববন্ধন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরিজপুর রজনীগন্ধা দলের সভানেত্রী আন্জু বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়নের মহিলা মেম্বার মোছা. সাহারা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. শামীম আহমেদ, কুতুবপুর-খামারপাড়া আশার আলো সিবিও সভাপতি মোছা. সুবেদা বেগম এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ১৪৮ জন এসআরজি সদস্য, শিক্ষক, কিশোর-কিশোরী, গ্রামবাসী অংশগ্রহণ করে। উল্লেখ্য, ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধরা। বাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকার লেঠেল বাহিনীর দমন-পীড়ন। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ; জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয় ১৯১১ খ্রিষ্টাব্দ থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। ১৯১৪ খ্রিষ্টাব্দ থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে লাগল। বাংলাদেশেও ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতার লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে। অতঃপর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি নারীর সম-অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীপ্সা নিয়ে। সারা বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।

Tag
আরও খবর