বায়ান্ন আমার চেতনা,
বায়ান্ন আমার প্রাণ।
বায়ান্নকে বুকে নিয়েই,
সত্যের পথে আগুয়ান।
বায়ান্ন স্বাধীনতার বীজ,
বায়ান্ন আমার পরিচয়।
বায়ান্নতে জিতেছি বলেই,
পেয়েছি সবে বিজয়।
বায়ান্ন শহীদের রক্তে রঞ্জিত,
শুকাইনি তো আজো।
প্রজন্ম থেকে প্রজন্মে এই বর্ণ,
ধমনীতে প্রবাহিত।
বায়ান্ন আমার অহংকার,
আমার মুখের বুলি।
বায়ান্নকে স্মরণে বুকে,
বাংলার পতাকা তুলি।
বায়ান্ন মানে কৃষ্ণচূড়া,
কত মায়ের কোল হয় খালি।
বায়ান্নকে আঁকড়ে মাগো!
হই বহুগুন শক্তিশালী।
বায়ান্নতে মৃত্যু মাগো!
বায়ান্নতেই শুরু।
বায়ান্নর অবিনাশী বর্ণে,
কাপবে সকল ভীরু!
কবি:
মো: ইয়াসির আরাফাত, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৬ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৯ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে
২০ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২১ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
২২ দিন ২৫ মিনিট আগে