স্পোর্টস ডেস্ক :
অবশেষে নানা গুঞ্জনের পর সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-২০ ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১৩ আগস্ট) সাকিবের সঙ্গে বৈঠক শেষে খবরটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিবের আগে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে টি-২০ দলকে নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান। এর আগে দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেটে দলপতি ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
রান খরার পাশাপাশি অধিনায়কত্বে ছিল না ঝাঁজ। তাই রিয়াদের উপর আর আস্থা রাখতে পারেনি বিসিবি। নেতৃত্ব তো বটেই, দল থেকেও বাদ পড়েছেন এই তারকা।
টি-২০তে রিয়াদ নেতৃত্বে আসার আগে দায়িত্বটা ছিল সাকিবের কাঁধেই। টেস্ট ও টি-২০ ফরম্যাটে অধিনায়ক ছিলেন তিনি। তবে ২০১৯ সালে জুয়াড়ির তথ্য গোপন করার অপরাধে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি।
১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৪ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৫ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৯ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৪ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে