পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রাহাপাড়া ও জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাহাপাড়া ও জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রাহাপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ নির্ণয়সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন, নড়িয়া উপজেলার সভাপতি মো. আব্দুল বারেক বেপারী, ইউপি সদস্য আব্দুল মালেক শেখ ও সুজন মাঝী। 

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ক্যাম্পের মাধ্যমে আমরা শুধু স্বাস্থ্যসেবা দিয়েই থেমে থাকছি না, বরং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছি। আমি আশা করি, এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বিশেষ অতিথি ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, রাহাপাড়া ও জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের এই মহৎ উদ্যোগের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই ক্লিনিক দুটি সপ্তাহে ছয় দিন অত্র এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে আসছে। এর পাশাপাশি, আজ বাড়তি সেবা প্রদানের জন্য এই ক্যাম্প আয়োজন করা সত্যিই একটি অসাধারণ উদ্যোগ। এই ধরনের কর্মসূচির মাধ্যমে অত্র এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন। আমি লক্ষ্য করেছি, এখানকার চিকিৎসাসেবা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এটি শুধু রোগীদের সুস্থতার জন্যই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আজকের ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়া রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতিমাসে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ পাবে। ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজকের এই আয়োজন তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই ধরনের মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা রাখি। জনগণের স্বাস্থ্যসুরক্ষায় কাজ করে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।

বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন, নড়িয়া উপজেলার সভাপতি মো. আব্দুল বারেক বেপারী বলেন, সিএইচসিপিরা প্রতিনিয়ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা রোগ নির্ণয়, ঔষধ বিতরণ এবং প্রয়োজনে রোগীকে বড় হাসপাতালে রেফার করেন। কিন্তু অনেক রোগী ভৌগোলিক ও আর্থিক কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন না। এ ধরনের মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে যুক্ত ছিলেন রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রবিন রায়, জয়গুন্নেছা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাহবুব আলম, ফার্মাসিস্ট নাজমুল ইসলাম এবং সিজি সদস্য নিলয় মুন্সী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মো. আবুল বাশার হাকিদার এবং সাংবাদিক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুব আলম।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেছেন।


আরও খবর



deshchitro-68160ce9efc7a-030525063241.webp
আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস

১৪ ঘন্টা ২০ মিনিট আগে





deshchitro-681566202a97a-030525064104.webp
পাংশায় মাছের সাথে এ কী শত্রুতা

১ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে