পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

গোদাগাড়ীতে বিএমডিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ

 রাজশাহীর গোদাগাড়ী  বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জোন-১ এ গভীর নলকূপে অপারেটর নিয়োগে অনিয়ম- দুর্নীতির অভিযোগে সহকারী প্রকৌশলী মো: আব্দুল লতিফ সরকারের অপসারণ ও অপারেটর নিয়োগ স্থগিত এবং আওয়ামী মতাদর্শী অপারেটরদের অব্যাহতি দিয়ে নতুন অপারেটর নিয়োগের দাবিতে বিক্ষুব্ধ কৃষকেরা বিএমডিএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন।
জানা গেছে,২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ কৃষক বিএমডিএ অফিস ঘেরাও করে সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা ডাইংপাড়া চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোদাগাড়ী বিএমডিএ অফিসে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর মালেক, গোদাগাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক  সৈবুর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহেদুর রহমান বাক্কার, মোহনপুর ইউপির সাবেক চেয়ারমান গোলাম মোস্তফা, যুবদল নেতা মাহফুজুর রহমান ডালিম, রাকিব রাজিব,গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাসির আহমেদ, কৃষক রহিমসহ আরো অনেকে।
বক্তাগণ বলেন, আওয়ামী মতদর্শী সহকারী প্রকৌশলী আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী মতাদর্শীদের অপারেটর নিয়োগ করেছেন। তারা বলেন, আব্দুল লতিফ দৃষ্টান্তমূলক শাস্তি, ঘুষের টাকা ফেরত, নিয়োগ কার্যক্রম স্থগিত ও আওয়ামী মতাদর্শী অপারেটরদের অব্যাহতি দিয়ে কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগ দিতে হবে। তা না হলে আগামিতে আরো বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বিএমডিএর প্রধান কার্যালয় ঘেরাও করা হবে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলায় বিএমডিএর প্রায় ৮০০ টির ওপর গভীর নলকুপ রয়েছে।
বক্তারা বলেন, নিয়োগ পুনর্বিবেচনা করা না হলে প্রয়োজনে সাধারণ কৃষকেরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তারা বলেন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা এবং তাদের দোসরেরা অপারেটর নিয়োগ পেয়েছেন কি বিবেচনায়! এটা অবশ্যই অধিকতর তদন্তের দাবি রাখে।
স্থানীয়দের অভিযোগ, আর্থিক সুবিধার বিনিময়ে নীতিমালা লঙ্ঘন করে বিতর্কিত ও অগ্রহণযোগ্যদের পাশাপাশি আওয়ামী মতাদর্শীদের অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। কৃষকদের অভিযোগ,সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ লাখ লাখ টাকা উৎকোচ নিয়ে আওয়ামী মতাদর্শীদের অপারেটর নিয়োগ দিয়েছেন।
তারা আরো বলেন, সারাদেশে যখন আওয়ামী ফ্যাসিবাদী মতাদর্শী দোসরদের প্রতিরোধ করা হচ্ছে, তখন গোদাগাড়ীতে আওয়ামী মতাদর্শীদের পুর্নবাসন করতেই তাদের অপারেটর নিয়োগ করা হয়েছে। আওয়ামী লীগের খোলসে যারা দীর্ঘ প্রায় ১৭ বছর গভীর নলকূপ নিয়ন্ত্রণে রেখে সাধারণ কৃষকদের শোষণ করে মোটাতাজা হয়েছে,তারাই আবার অপারেটর নিয়োগ পেয়েছে।
গত ৩০ ডিসেম্বর সোমবার অপারেটর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের পর পরই সাধারণ কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপজেলা জুড়ে কৃষকদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড় ,বইছে মুখরুচক নানা গুঞ্জন, জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।
এদিকে অপারেটর নিয়োগ নীতিমালায় বলা হয়েছে, যিনি অপারেটর নিয়োগ পাবেন তিনি কোনো অবস্থাতেই অন্যকোন ব্যক্তিকে দিয়ে নলকুপ পরিচালনা করতে পারবেন না এবং তাকে রাতে নলকুপের ঘরে অবস্থান করতে হবে। এছাড়াও স্থানীয় বাসিন্দা ও ওই নলকুপ স্কীমে তার নিজস্ব ফসলি জমি থাকতে হবে ইত্যাদি শর্ত দেয়া হয়েছে। অথচ আওয়ামী মতাদর্শী পরিবারের এমন নারী-পুরুষ অপারেটর নিয়োগ করা হয়েছে, যারা রাতে নলকুপের ঘরে অবস্থান তো পরের কথা নলকুপে যাবেই না। বড় অঙ্কের টাকা আর্থিক সুবিধা দিয়ে অপারেটর নিয়োগ নিয়ে এখন তারা অন্যকে দিয়ে নলকুপ পরিচালনা করা উদ্যোগ নিয়েছে বলে জানা যাই।
এবিষয়ে বিএমডিএ গোদাগাড়ী -১ জোনের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারকে অফিসে না পাওয়ায় ও তার সাথে মোবাইল ফোনে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

Tag
আরও খবর