নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ-বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দমদমা গ্রামে স্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রয় করার অপরাধে ১জনকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। শনিবার ২১ ডিসেম্বর বিকেল ৪টায় উপজেলার দমদমা গ্রামে অবৈধভাবে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার নওদুলী এলাকার আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম (৫০)। এ ভ্রাম্যমাণ আদালতে অভিযান চলাকালে প্রসিকিউটর ছিলেন নন্দীগ্রাম থানার এস আই আমির হোসেন।
নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন,আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১১ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ ঘন্টা ৩২ মিনিট আগে