রামু থানার বিশেষ অভিযানে গর্জনিয়ার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরীর নির্দেশনায় গর্জনিয়া ইউনিয়নের বাজার থেকে রামু থানার অভিযানিক একটি টিম তাকে গ্রেফতার করে।
আটক আব্দুল জব্বার ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রামু উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাহিন চৌধুরীর উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে রামু উপজেলার গর্জনিয়া বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল জব্বার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড হরিণ পাড়া এলাকার মৃতঃ হামজার ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, ২০১৮ সালের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতার দায়ে করা মামলায় তাকে আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ করা হবে।
এদিকে এম ইউ পি মোহাম্মদ আব্দুল জব্বারকে আটকের পর নিজ ওয়ার্ডে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
১ ঘন্টা ৪ মিনিট আগে
১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ ঘন্টা ৬ মিনিট আগে
৭ ঘন্টা ১৬ মিনিট আগে