চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে আজ রবিবার বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ভেড়িবাঁধ এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদর এবং তার সহযোগী আলাউদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জানা যায়, আদরের নামে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, কক্সবাজারের মহেশখালীতে গতকাল রাতে কালারমারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পরিচালিত এক অভিযানে নৌবাহিনী চিহ্নিত সন্ত্রাসী রমিজ উদ্দিনকে একটি শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করে। রমিজের বিরুদ্ধে পূর্বে হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র মামলা ছিল বলে জানা গেছে।
আটককৃত সন্ত্রাসীদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌবাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ ঘন্টা ৫০ মিনিট আগে
২ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে