মিত্র শত্রু হয় আশংকায়;
শত্রু মিত্র রয় ছলনায়।
আসল শত্রু চেনে সংঘাতে
স্বার্থের সারিতে রঙ রাঙ্গাতে।
প্রকৃত মিত্র পড়ে দাঙ্গাতে
ব্যস্ত হাঙ্গামার নিগড় ভাঙ্গাতে।
সংকট মূখে পাশে দাড়ায়
শঠতায় ও তাকে হারায়।
কথ্যতে তারা ক্লান্তি ডাকায়
স্মৃতির ও সেই বটতলায়।
মতলব ক্ষণে মধুর বাঁশি
শুরু লগ্নে মায়ার চাষী।
নিয়মে তার বাঁকা রাশি
বিপদে যার গোপন হাসি।
ছোট বড় ভ্রান্তির তরে
দোষ চাপিয়ে নিজেও হারে।
দূষিত হাওয়া আড়াল করে
যদিও 'মায়া' তারে ছাড়ে।
আলোতে তাহার সুন্দর মন
আধারে যাহার প্রতিকূলতার ক্ষণ।
লক্ষের লাগি রাখে বন্ধন
যদিও তাহার ক্ষাণিকটা বিসর্জন।
৭ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৯ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
২০ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
২২ দিন ৪৬ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে