যদি সময়ের স্রোতে ভেসে যাই এই চেনা পথ ছেড়ে _বহুদূরে বহুকালের তীরে;
তবু মনে রেখো_ ছিলাম আমি, বহুদিন ছিলাম তোমার পথ জুড়ে।
ভোরে পাখিদের কোলাহল, ভোরের বিদায়ে থেমে যাবার মত যদি আমিও থেমে যাই;
তবুও মনে রেখো_ আমি বহুদিন, বহুকাল তোমার পথে ধরে চলতাম।
যদি রণক্ষেত্রে রক্তাক্ত রক্তিম রঙে রঙিন হই_হয়ে যাই বিলীন;
তবে মনে রেখো_তোমার কেঁদে ওঠা হৃদয়ের পক্ষে যুদ্ধে যেতাম কত বেলা- অবেলায়।
যদি ধূসর বাতাসে নীলিমায় গোধূলির আলোমাখা আলোয় মিশে যাই_অন্তহীন কালের জন্য;
তবুও মনে রেখো_তোমার আকাশে তারা ছিলাম অটল এক জনম।
কোনো বৈশাখের পাগলাটে বাতাসে ঘনকালো মেঘের উড়ে যাওয়ার মত আমিও উড়ে যাই_যদি আর না ফিরি;
তবুও মনে রেখো_যতশত বৈশাখে উড়েছি তোমার তরে।
যদি চাঁদ ডুবে যাওয়ার মত আমিও নিভে যাই_আলো আর না পাও আঁধারে;
তবুও মনে রেখো_যত জ্যোৎস্না দিয়েছিলাম তোমায়।
তবুও মনে রেখো_ এক কালে এক জনমে একাধিক যুগ ছিলাম তোমার।
৭ দিন ৪১ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
১৯ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
২১ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে