পাড়া গাঁ
এয়াকুব হাসান
◾◾
আমাদের গ্রাম
থাকি রে ভাই
পাড়াগাঁয়ে
সাথী করে একদল রাখাল,
চলো ভাই মোর সাথে
দেখতে চাও যদি
মোর পাড়াগাঁয়ের হাল।
নাই ভেদাভেদ মোরা
একসাথে চলি,
দুঃখ লাঞ্ছনা ভুলে দিয়ে
সুখের প্রেরণার কথা বলি।
হিন্দু মুসলিম মোরা ভাই ভাই,
ধনী-গরিব সবাই মিলে
একসাথে সুখের দিন কাটাই।
চলো মোর সাথে,
কাঠের পিঁড়ি নয় বাঁশের মাচায় বসতে দেবো তোমাকে।
মোয়া মুড়কি দেবে,,, দেবে
হরেক রকম পিঠা,
দেখবে তুমি ভাই
আমার মায়ের হাতের
পিঠা কতই না মিঠা।
১০ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ৩১ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
২৪ দিন ৩৬ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে