কখনো সাদা-কালো,
কখনো রঙিন ।
কখনো মেঘে ঢাকা আকাশ,
কখনো সূর্যের হাসিফুটিত আকাশ ।
কখনো রোদের উত্তাপ,
কখনো বৃষ্টির আগমণ ।
কখনো আধাঁরে আচ্ছন্ন,
কখনো আলোতে পরিপূর্ণ ।
কখনো কান্নার ছায়া,
কখনো হাসির মায়া ।
কখনো অভিনয়ের জাল,
কখনো বাস্তবতার পাল ।
কখনো ব্যর্থতার কান্না,
কখনো সফলতার হাসি ।
কখনো নির্ঘুম রাত ,
কখনো ঘুমন্ত প্রভাত ।
কখনো ঘৃণার আক্ষেপ,
কখনো আবেগের উদগ্রবন ।
কখনো মনের অবসান,
কখনো প্রমের টান ।
কখনো অপরিতার ছায়া,
কখনো পরিচিতার মায়া।
কখনো চলণার ভালোবাসা,
কখনো দিবা-নিশি মিশে থাকা ।
কখনো অসভ্য,
কখনো ধর্মের কাব্য ।
কখনো বর্ষায় ভেজা জমি,
কখনো ধূ ধূ মরুভূমি ।
কখনো অপেক্ষার প্রহর,
কখনো ব্যস্ততায় বিভোর ।
এভাবেই যাচ্ছে দিন,কাটছে সময়…
••••••
লেখক: তোপাজ্জল হক মেহেদী
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ
৯ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
২১ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৩ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে