এক জনকে চাই আমি,
বলবে যে চোখের নিচে পড়েছে ছানি
ঘুমিয়ে যাও তাড়াতাড়ি।
এক জনকে চাই আমি,
বলবে যে এতো ঘুমিয়েও না,
গাল ফুলবে, চোখ ফুলবে উঠে
পরো জলদি জলদি।
এক জনকে চাই আমি,
বলবে যে, চুলো গুলো এলো মেলো,
এখানে এসে পাশে বসো। চিরনি
দিয়ে আঁচড়ে দেই, দেখতে তোমাকে
লাগবে বেশ!
এক জনকে চাই আমি,
বলবে যে, তোমার আপেক্ষায় থাকবো
আমি, বাহির থেকে ফিরে আসবে না
যতক্ষণ তুমি।
এক জনকে চাই আমি,
বের হওয়ার সময় ডেকে বলবে
রাস্তা দিয়ে আস্তে আস্তে চলবে।
এদিক সেদিক না তাকিয়ে সোজা
পথে হাটবে, প্রিয়মুখখানা নিয়ে
ভাববে।
এক জনকে চাই আমি,
মন খারাপ আছে বলবে তিনি।
মন ভালোর জন্য, দোকান থেকে
আনবো একটা লাল গোলাপ,
সারা রাত মন ভালো করার জন্য
করবো খুনশুটির আলাপ।
এক জনকে চাই আমি,
দেখবে যে আমার দৃষ্টি,
বলবে কথা মিষ্টি-মিষ্টি
হাসবে সে যে খলখলিয়ে,
তাকিয়ে থাকবে এক দৃষ্টিতে।
এক জনকে চাই আমি,
দূরে চলে যাবে না সে যে,
থাকবে আমার হৃদয় মাঝে,
মৃত্যু আসার আগ মূহুর্তে।
••••••
লেখক: তামিম হোসেন
৯ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
২১ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে