প্রকাশের সময়: 19-11-2023 05:10:35 am
দাড়িয়ে আছি সে বহুকাল
এক পায়ে দাড়িয়ে ছড়াচ্ছি আমার ডাল।
উপরে আকাশ নিচে নিচে মাটি
চারদিকে বায়ুর ঘাটি
এ আমার নিত্যদিনের সঙ্গি
তবুও পাল্টাতে পারিনা এ ভঙ্গি।
পতায় সব ছেয়ে যায়
আমার অঙ্গ গুলোয়
একসময়, আমার ডাল বড় হয়
প্রসারিত হয়ে ছড়িয়ে যায়
মানবের মাঝে মুগ্ধতা ছড়ায়
ছড়ায় আনন্দের জয়।
প্রকৃতির অংশ হয়ে
কাজ করি, মানবের কল্যাণে।
এতেই আমার এক পায়ে
শান্তি বয়ে আনে।
••••
লেখক : মোঃ মাহবুবুর রহমান
১০ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৭ দিন ৩২ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
২২ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে