* হে রাসুল( স)
বুঝি না আমি
রেখেছ বেধে মোরে কোথায় তুমি(২)
হয়েছি দিওয়ানা, কিছুই মন বুঝেনা,
তোমাকে পাইতে
যেতে চাই মদিনা।। ঐ
* মরুর দেশ আছে যেথায়
কাদে মন যেতে সেথায়
কর না আমায় একটু দয়া(২)
তোমার চরনে করিব চুম্বন
তোমাকে পাইতে
জাগে মনে বাসনা।। ঐ
* তোমারী সোনালী রওজায়
পাগলপাড়া থাকি সদায়
যেতে তোমারই সীমানায়(২)
ইয়াকুবেরই কামনা,
পাইতে ঠিকানা,
করুনা ঐ মদিনারই
পথে রওয়ানা।। ঐ
১০ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
২৩ দিন ৩৮ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৪ দিন ৪২ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে