কবিতা
"আক্ষেপ"
লেখকঃ কাজী এহসানুল হক জিহাদ।
কখনো না পাওয়ার জন্য
আমার আক্ষেপ ছিলোনা
কোনোকিছুতেই...।
তবে তোমার ভালোবাসা না
পাওয়ার জন্য আক্ষেপ
রয়েই গেলো
তুমি জানো তুমি বোঝ
আমার গহীনে তুমি
কতোটা জুড়ে,আছো...।
এতোটা ভালোবাসা
কারো জন্য উজাড় করে দেইনি
যতটা তোমাকে দিয়েছি...।
তবুও আমার কাঁদতে হয় রোজ
এটাই কী আমার
ভালোবাসার প্রতিদান...।
তুমি কী কিছুই বোঝনা
নাকি বুঝেও সবকিছু
চুপ করে থাকো...।
আমাকে কাঁদাতে বুঝি
তোমার ভালোই লাগে...।
মিনতি করছি তোমার কাছে
একটুখানি ভালোবাসো আমায়
আগলে রাখবো জনমভরে...।
তোমার ভালোবাসা পেলে
আর কোনো
আক্ষেপ আমার জীবনে থাকবেনা
কখনো কোনোকিছুতেই....।
১০ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ২৭ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
২২ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে