🔰🔰 Program schedule ( প্রোগ্রাম সিডিউল ) পাঠাতে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন।
✳️ Send program schedule ( সেন্ড প্রোগ্রাম সিডিউল ) অপশনে ক্লিক করে প্রোগ্রাম ক্যাটাগরি সিলেক্ট করুন।
ধরুন: আপনি রাজনৈতিক কোনো অনুষ্ঠানের সময়সূচি দিতে চাচ্ছেন তাহলে political অপশনটি সিলেক্ট করুন।
✳️ Type ( টাইপ ) অপশনে ক্লিক করুন। অর্থাৎ, আপনার অনুষ্ঠান সময়সূচি টি উপজেলা পর্যায়ে দিতে চাইলে উপজেলাতে সিলেক্ট করুন।
✳️ Title ( টাইটেল) অপশনে অনুষ্ঠান সময়সূচীর শিরোনাম লিখুন।
✳️ Details ( ডিটেইলস ) অপশনে অনুষ্ঠান সময়সূচীর বিস্তারিত তথ্য গুলো লিখুন। লেখার সাইজ ১৭/১৮ করে দিন।
✳️ Program Start date ( প্রোগ্রাম স্টার্ট টাইম) অপশনে অনুষ্ঠানটি কবে থেকে শুরু হচ্ছে তা লিখুন। প্রথমে মাস, পরে দিন তারিখ এরপর বছর লিখুন।
উদাহরণ: 03/20/2023
তদ্রূপ program end date এটার মতো সময় অনুযায়ী দিবেন।
✳️ Program starts time অপশনে অনুষ্ঠান শুরু কখন থেকে শুরু হবে তা উল্লেখ করে লিখবেন। পাশাপাশি program end time এ শেষ হবার সময়টা লিখবেন।
✳️ Program location ( প্রোগ্রাম লোকেশন) অর্থাৎ , অনুষ্ঠান কোন জায়গায় বা কোথায় হবে সেটি উল্লেখ করে দিবেন।
✳️ "আয়োজক" অপশনে অনুষ্ঠানটি কারা আয়োজন করছে তাদের নাম লিখুন। পাশাপাশি অনুষ্ঠানটি যদি টিকিট বিক্রি বা ক্রয়ের ক্ষেত্র হয় তাহলে টিকিট মূল্য এবং টিকিট প্রাপ্তির জায়গা ও যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেন।
✳️ অনুষ্ঠানের কোন ছবি বা ব্যানার তৈরি করে photo অপশনে সাবমিট করুন।
সর্বশেষ, submit অপশনে ক্লিক করুন।
৬৪২ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৪২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬৪২ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে