তৃতীয় ধাপের উপজেলা ভোটের তফসিল বুধবার ভারতে ফ্লাইওভার থেকে বাস পড়ে নিহত ৫, আহত ৪০ ঐতিহাসিক মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১১ বায়ুমানে আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস ভাতা বাড়ল ইন্টার্ন চিকিৎসকদের, কার্যকর ১ এপ্রিল থেকে উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ১৮৯১ জনের মনোনয়ন দাখিল বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের পিকনিক ও মিলন মেলা মিরসরাইয়ে উন্নত প্রযুক্তি ও বিশ্বমানের সেবার প্রত্যয়ে ২০ শয্যার বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন শেষ দিনে বন্দর উপজেলা নির্বাচনের মনোনয়ন জমা মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম'র ঈদ পুণর্মিলনী আবুরহাট আঞ্চলিক প্রবাসী সমিতির কমিটি ঘোষণা, আহবায়ক ইমাম উদ্দিন রনি; সদস্য সচিব সৌরভ মাজেদ ভূঁইয়া পুকুরের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু, আহত তিন সেনবাগের বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস মোল্লা আর নেই শোকবার্তা চিলমারীতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টমীর স্নান "আমাদের ভাবনায় আমাদের শরীয়তপুর"এই মূল মন্ত্রকে সামনে রেখে ১ যুগে শরীয়তপুর পোর্টাল নাসিরনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৬, ভাইস চেয়ারম্যান ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল পিতার আদর্শে উজ্জীবিত হয়ে প্রার্থী হয়েছি- জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি আটোয়ারীতে উপজেলা নির্বাচনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল

গৃহবধূর মরদেহ উদ্ধারঃ স্বামী পুলিশ হেফাজতে

নিহত ফাতেমা খাতুন

যশোরের মণিরামপুরে ফাতেমা খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সোহান হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে ওই গৃহবধূর মরদেহ হাসপাতালে ফেলে চলে যান তার স্বামী ও স্বজনরা। নিহত ফাতেমা অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের ইয়াসিন আলীর মেয়ে।

নিহতের স্বজনরা জানান, দুই মাস আগে ফাতেমার সঙ্গে বিয়ে হয় মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সোহান হোসেনের। বিয়ের পর থেকে আড়ত ব্যবসার জন্য তিন লাখ টাকা যৌতুকের জন্য ফাতেমাকে চাপ দিতে থাকেন সোহান। কিছুদিন আগে টাকার জন্য ফাতেমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন সোহান।

সবশেষ গত শনিবার শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা সহ স্ত্রীকে নিজ বাড়ি নিয়ে আসেন সোহান। বাড়িতে ফিরে বাকি দুই লাখ টাকার জন্য তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর রোববার দিবাগত রাত ১টার দিকে ফাতেমাকে মৃত অবস্থায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে চলে যান সোহান ও তার পরিবারের লোকজন। এ সময় তারা ফাতেমা আত্মহত্যা করেছেন বলে তার বাবাকে ফোন করে জানান। খবর পেয়ে সোমবার ভোরে হাসপাতালে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান তিনি।

ফাতেমার বাবা ইয়াসিন আলীর দাবি, তার মেয়ের শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে একটি অন্তর্বাস ও শার্ট পরানো অবস্থায় হাসপাতালে ফেলে গেছেন শ্বশুরবাড়ির লোকজন।’ যৌতুকের জন্য ফাতেমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর বিচার দাবি করেন তিনি।মণিরামপুর থানার ওসি নূর-ই আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমার স্বামী সোহান হোসেনকে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।