লেখক: ঋতি ঢালী মিতু
বন্ধু বলো বান্ধব বলো মায়ের মতন বন্ধু পাবে না কোথাও। বিপদ আপদ আসে যদি সামনে মা একমাত্র যে এগিয়ে থাকে আগে। দশমাস দশদিন গর্ভে ধারণ করে কত বাধা বিঘ্ন পেরিয়ে যে দেখিয়েছে আলো সে আমার মা। প্রসব বেদনা সহ্য করে নিজের সর্বস্ব ত্যাগ করে দিয়েছে জন্ম আমায়। মৃত্যুর ভয় যায়নি পিছিয়ে জন্ম দিতে আমায়। তোমার জন্য পেয়েছি মা গো আমার এই জীবন তুমি আমার জ্ঞানের দিশারী তুমি আমার আশার আলো। তোমার ঋণ হয় না শোধ কোনোদিন তবুও মা গো তোমার সন্তান তোমার মুখে হাসি ফুটিয়ে পাবে শান্তি মা গো আমায় দিবে সুযোগ এক চিলতে হাসির কারণ হতে! মা গো তুমি কত দুঃখ কষ্ট সয়েছি বুঝতে পারিনি আমি কখনোই আমার যদি হয় ভুল কখনো ক্ষমা করে দিও আমায় এই প্রার্থনা আমার। দশ দিক সামলেও তুমি হওনা ক্লান্ত সন্তানের মুখে হাসি ফুটাতে সয়ে যাও সকল কষ্ট তবুও তোমায় শুনতে হয় কত কটূক্তি এক দিন তার জবাব দিবো আমি । জননী আমার জন্ম দিয়েছ যখন রক্ত মাংস সবই করেছো দান নাড়ি ছেড়া ধন তোমার আমি নিজ অঙ্গ করে দিয়েছো আমায় দান করে। মা গো তোমার ঋণ শোধ হবে আমার মৃত্যু দিয়েও। জননী আমার ঠাই দিও ও রাঙা চরণে চরণের পদ্ম ফুল হয়ে রব কাঁটা লাগবে না কভু । তুমি আমার জন্ম দায়িনি তুমি ব্রহ্মময়ী স্বরূপ সর্বোচ্চ তোমার স্থান পারবে না নিতে কেউ।
২৫ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৯ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
৪১ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৪২ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
৫১ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৪ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৭ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
৬৫ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে