বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

শ্রীমঙ্গলের দুটি গ্যাস পাম্পের বিরুদ্ধে ফুসে ওঠেছেন সাধারণ পরিবহন শ্রমিকরা

গ্যাসের সাথে বাতাস দেবার অভিযোগ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে যানবাহনে গ্যাসের সাথে বাতাস ভরে দিয়ে প্রতারণার অভিযোগ করেছেন সাধারণ পরিবহন শ্রমিকরা। 

এ ব্যাপারে শ্রমিকদের পক্ষে প্রতিকার চেয়ে একাধিক লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়েছে। পাশাপাশি শ্রীমঙ্গল পরিবহন শ্রমিকরা দুটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে নানাবিদ অভিযোগ আনয়ন করে সুষ্ঠু সমাধানের জন্য শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি মো. মহসিন মিয়া মধুর সহযোগিতা কামনা করেছেন।

লিখিত অভিযোগে পরিবহন শ্রমিকরা উল্লেখ করেন, ‘দীর্ঘদিন থেকে শ্রীমঙ্গল উপজেলাধীন হবিগঞ্জ সড়কের সখিনা সিএনজি ফিলিং স্টেশন ও মৌলভীবাজার সড়কের মেরিগোল্ড সিএনজি ফিলিং স্টেশনে আমরা প্রতারিত হয়ে আসছি। দুটি ফিলিং স্টেশনেই গ্যাসের তুলনায় হাওয়া অনেক বেশি দেওয়া হয়। 

এতে আমরা দিনমজুর পরিবহন শ্রমিকরা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছি। একশত টাকার গ্যাস ভরলে আমরা পঞ্চাশ টাকা গ্যাসও পাইনা। মৌলভীবাজারের অন্যান্য ফিলিং স্টেশন থেকে একটি সিএনজিতে গ্যাস ভরলে যেখানে সারাদিন চালানো যায়, সেখানে শ্রীমঙ্গলের ওই দুটি ফিলিং স্টেশন থেকে গ্যাস ভরলে অর্ধেক দিনও গাড়ি চালানো সম্ভব হয় না। অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে এসব ফিলিং স্টেশনের মালিকরা দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-পশ্রয়ে এবং অসাধূ কিছু প্রশাসনের কর্মকর্তাদের অনৈতিক সুবিধা দিয়ে তারা কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন। সঠিক তদন্ত করলে তাদের সকল কুকর্ম বেড়িয়ে আসবে। এতে করে আমরা সাধারণ চালকরা এসব দুর্নীতির হাত থেকে রক্ষা পাবো।

এ ব্যাপারে মাইক্রোবাস চালক মো. নাসির উদ্দিন এবং সাইফুল ইসলাম বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ‘শ্রীমঙ্গলের দুটি সিএনজি ফিলিং স্টেশন থেকে ১ হাজার টাকার গ্যাস ভরলে ৭০০ টাকার গ্যাস পাওয়া যায়, ৩০০ টাকার গ্যাসের হিসাব মিলে না। জেলার অন্য পাম্প থেকে গ্যাস ভরলে শ্রীমঙ্গলের পাম্প থেকে ভরা গ্যাসের সাথে ৩০০ টাকার গড়মিল পাওয়া যায়।

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন-১২২৩ শ্রীমঙ্গল শাখার সাবেক সভাপতি মো. খায়রুজ্জামান কামাল অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ শ্রীমঙ্গলের দুটি গ্যাস পাম্প থেকে চালকরা গ্যাস নিয়ে প্রতারণার শিকার হয়ে আসছেন। পাম্পে গ্যাস কম দেয়াতে চালকরা পরিবহন মালিকের কাছে চোর সাজতে হচ্ছে। বিষয়টি দ্রæত সমাধান করতে প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে সখিনা সিএনজি রিফুয়েলিয়ং অ্যান্ড ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী শের আলী হেলাল বলেন, ‘আমার সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে তা সত্য নয়। যদি এমন হয়ে থাকে তাহলে প্রশাসনের মাধ্যমে বিশেষজ্ঞ দিয়ে আমার ফিলিং স্টেশনের মেশিন পরীক্ষা করে দেখলেই সব প্রমাণিত হবে।

শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি মো. মহসিন মিয়া মধু বলেন, পরিবহন শ্রমিকদের দুটি অভিযোগ উপজেলা প্রশাসন বরাবরে দাখিল করা হয়েছে। এ বিষয়ে তারা তদন্ত করে আইনী ব্যবস্থা নেবেন।

Tag
আরও খবর