মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি বন বিড়াল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বন বিড়ালটি উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সংগঠনের পরিচালক স্বপন দেব সজল জানান, শনিবার বেলা দেড়টার দিকে শ্যামলী আবাসিক এলাকায় একটি বাসার ছাদে কবুতর খেতে এসে ছাদ থেকে পড়ে বন বিড়াল আহত হয়। খবর পেয়ে আমি পরিবেশ কর্মী রাজদীপ দেব ও স্বরাজ দেবকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বন বিড়ালটি উদ্ধার করে বনবিভাগ এর কাছে হস্তান্তর করি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জার শহিদুল ইসলাম জানান, আহত বনবিড়ালটিকে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। চিকিৎসা দিয়ে সুস্থ করার পর অবমুক্ত করা হবে।
২ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৭ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে